নিলাদ্রীতে নৌকায় করে পর্যটকদের কাছে বিদেশি মদ-বিয়ার বিক্রি
যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৮:১৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নিলাদ্রীতে পর্যটকদের কাছে বিক্রির সময় বিজিবির ধাওয়ার মুখে বারকিবোঝাই বিদেশি মদের চালান ফেলে পালিয়ে গেল মাদককারবারি চক্রের সদস্যরা।
বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের মিডিয়া সেল জানায়, ব্যাটালিয়নের তাহিরপুরের টেকেরঘাট কোম্পানি হেডকোয়ার্টারের বিজিবি টহল দল বারকিসহ ওই মাদকের চালান জব্দ করেছে। জব্দকৃত বারকি নৌকা, বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, বিয়ারের মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
জানা গেছে, সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প এলাকায় গড়ে উঠা পতিত চুনাপাথর কোয়ারিতে (নিলাদ্রী/শহিদ সিরাজ লেক) ভাসমান বারকি নৌকায় করে একদল মাদককারবারি কিছু সংখ্যক বিপথগামী পর্যটকদের কাছে বিদেশি মাদক বিক্রয় করছিল। পর্যটন কেন্দ্রকে ঘিরে গত কয়েক বছর ধরে টেকেরঘাটে গজিয়ে উঠা ওইসব মাদক কারবারিদের কারবার সম্পর্কে স্থানীয়রা গোপনে তথ্য প্রেরণ করেন টেকেরঘাট বিজিবি কোম্পানি হেডকোয়ার্টারে।
