সাবেক এমপি নাছির চৌধুরী হাসপাতালে ভর্তি
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৮:২৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার তাকে রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতাল বিএমইউতে ভর্তি করা হয়।
নিউরোলজিস্ট প্রফেসর ডা. এম বাহাদুর আলী মিয়ার তত্ত্বাবধানে সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার সঙ্গে থাকা সাবেক ছাত্রনেতা রুদ্র মিজান বলেন, নিয়মিত চিকিৎসা গ্রহণ করলে অল্পদিনের মধ্যেই তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন বলে ডাক্তাররা আশ্বস্ত করেছেন। প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার জন্য আমরা শিগগিরই তাকে বিদেশে নিয়ে যাব।
উল্লেখ্য, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক এমপি মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী দীর্ঘদিন থেকে অসুস্থ। কয়েক বছর আগে তিনি স্ট্রোক করেন।
স্বজনরা জানান, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। নিয়মিত চিকিৎসা পেলে তিনি দ্রুত পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
