পূর্বশত্রুতার জেরে কলেজছাত্র খুন
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১০:১৩ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে গুরুতর জখম হন নাঈম মিয়া (২৩) নামে এক কলেজছাত্র। তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত নাঈম উপজেলার টাঙ্গাব ইউনিয়নের দাওয়াদাইর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর ভাওয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, শুক্রবার (১৩ জুন) রাত ৯টার দিকে টাঙ্গাব ইউনিয়নে দাওয়া দাইর দাখিল মাদ্রাসা মাঠে বসে মোবাইলে গেম খেলছিলেন নাঈম। এ সময় পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী শামছুল ও তার ছেলে তপু মিয়া, ইসলাম উদ্দিনের ছেলে জলিল ও জালাল গংরা দেশীয় অস্ত্র দিয়ে নাঈমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় হামলাকারীদের ভয়ে নাঈমকে ঊদ্ধার করতে এলাকার কেউ এগিয়ে আসেননি।
খবর পেয়ে স্বজনরা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে সহায়তায় নেন। পরে পুলিশ এসে নাঈমকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে সোমবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন নাঈমের মৃত্যু হয়।
নিহতের বড় ভাই সোহেল মিয়া জানান, সন্ত্রাসীরা আমার ভাইকে কুপিয়ে মেরেছে। আমরা এখন আতঙ্কে আছি। লাশ নিয়েও এলাকায় যেতে ভয় পাচ্ছি।
পাগলা থানার ওসি ফেরদৌস আহমেদ বলেন, নিহতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মামলা নিয়ে প্রতিবেশীর সঙ্গে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ করেনি।
