Logo
Logo
×

সারাদেশ

মদনে ৬ বছরের শিশুকে হত্যা

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১০:১৯ পিএম

মদনে ৬ বছরের শিশুকে হত্যা

ছবি : যুগান্তর

নেত্রকোনার মদনে সৌরভ নামে ছয় বছরের একটি শিশুকে হত্যা করা হয়েছে। সোমবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে পাশের বাড়ির একটি গোয়ালঘর থেকে লাশ উদ্ধার করা হয়। 

নিহত শিশু সৌরভ উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলার গ্রামের সৈইবুল্লার ছেলে। সৌরভের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি। 

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশু সৌরভ সোমবার ভোরে পাশের বাড়ির এক গৃহশিক্ষকের কাছে প্রতিদিনের মতো প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ে বাড়ি না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করেন। 

এদিকে পাশের বাড়ির বনার চৌধুরী সকালে তার গোয়ালঘর পরিষ্কার করতে গিয়ে দরজা খুলে শিশুটিকে রক্তমাখা অবস্থায় পড়ে থাকতে দেখে ডাকচিৎকার শুরু করলে লোকজন এগিয়ে আসেন। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সৌরভ মারা যায়। 

ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, শিশু সৌরভ আমার পাশের বাড়ির। সকালে শিশুটি বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ে না আসায় পরিবারের লোকজন পাশের বাড়ির বনার চৌধুরীর গোয়ালঘরে তার লাশ পায়। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।  

শিশুটির বাবা সৈইবুল্লাহ জানান, আমার নিষ্পাপ শিশুটিকে কেন হত্যা করা হয়েছে, তা আমি জানি না। আমার জানামতে, কারো সঙ্গে কোনো শত্রুতা নেই। আমি এর সুষ্ঠু বিচার চাই।

মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, দেওসহিলার গ্রামে একটি গোয়াল ঘরে সৌরভ নামে একটি শিশুর লাশ পাওয়া গেছে বলে খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমিও ঘটনাস্থলে যাচ্ছি।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম