Logo
Logo
×

সারাদেশ

‘চালাকি করলে লাশও পাবে না’

ব্যবসায়ীকে অপহরণের পর লেখা চিরকুট

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১০:৫৪ পিএম

‘চালাকি করলে লাশও পাবে না’

১৫ লাখ টাকা মুক্তিপণ চেয়ে এক ব্যবসায়ীকে গভীর রাতে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে মুক্তিপণ দাবির একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

৫ দিন সময় দিয়ে চিরকুটে লেখা রয়েছে- ‘যদি পুলিশ বা কোনো লোককে জানানো হয় বা বলা হয়, তাহলে টাকা দিয়েও কাজ হবে না। চালাকি করলে লাশও পাবে না।’

তবে একাধিক সূত্র বলছে, অপহরণের সঙ্গে একটি চরমপন্থি গ্রুপ জড়িত থাকতে পারে। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।

রোববার দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলায় উপজেলার ইবি থানার পশ্চিম আব্দালপুর গ্রামের স্কুলপাড়ায় জাহা বক্স নামে এক মুদি ব্যবসায়ীকে অপহরণ করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আব্দালপুর ইউপি চেয়ারম্যান আলী হায়দার স্বপন মাস্টারকে আটক করেছে পুলিশ।

অপহরণের শিকার মুদি দোকানী জাহা বক্স (৩৮) আব্দালপুর গ্রামের স্কুলপাড়ার কুদ্দুস আলীর ছেলে। অপহরণের বিষয়ে ভয়ে কথা বলতে রাজি হননি ভুক্তভোগী পরিবার।

চিরকুটে লেখা হয়েছে যে, ‘আমরা দোকানদারকে তুলে নিয়ে গেলাম। ৫ দিন টাইম- এর ভিতরে ১৫ লাখ টাকা গুছিয়ে রেখো, আমরা এর ভিতরে ঠিকানা লিখে পাঠাব, যেন ঠিকানায় একা যেয়ে টাকা দিবে- ওকে; যেখান থেকে এনেছি সেখানে পৌঁছে দিব। আর যদি পুলিশ বা কোনো লোককে জানানো হয় বা বলা হয়, তাহলে টাকা দিয়েও কাজ হবে না, জীবনেও খোঁজ পাবে না। তাই সাবধান জানাজানি করবে না। আমরা ভালোভাবে পৌঁছে দিব। কোনো চালাকি করলে লাশও পাবে না। ৫ দিন পার হয়ে গেলে আর খোঁজ পাবে না।'

এ বিষয়ে কথা বলার জন্য অপহরণের শিকার মুদি দোকানি জাহা বক্সের ছেলে প্রান্ত বলেন, এ বিষয়ে আমরা এখন কোনো কথা বলতে চাই না। আমার বাবাকে জীবিত ও অক্ষত অবস্থায় ফিরে যেতে চাই। আমরা খুব ভয়ের মধ্যে আছি। এ বিষয়ে আমরা এখন কিছুই বলব না।

এ বিষয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ব্যবসায়ীকে অপহরণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপহরণের শিকার ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জিজ্ঞাসাবাদ করতে একজনকে আটক করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম