নিখোঁজের ৪ ঘণ্টা পর খাল থেকে নানি-নাতনির লাশ উদ্ধার
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১০:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের ফটিকছড়িতে হালদার শাখা ধুরুং খালে গোসল করতে নেমে নানি শাহানু বেগম (৪৫) ও নাতনি মুনতাহা (৮) নিখোঁজ হন। চার ঘণ্টা পর নাতনির মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনার এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলেও ডুবুরি দল না থাকায় স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজে অংশ নিতে পারেননি তারা। এদিকে ডুবুরি দল না থাকায় ক্ষোভের মুখে পড়তে হয় উদ্ধার কাজে আসা ফায়ার সার্ভিস কর্মকর্তাদের।
সোমবার দুপুরে উপজেলার কাঞ্চননগরের মানিকপুর গ্রামের মহিষের ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহানু বেগম ওই গ্রামের মৃত বদিউল আলমের স্ত্রী ও শিশু মুনতাহা একই এলাকার মোহরম আলীর কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুই নাতনি সুমাইয়া ও মুনতাহাকে নিয়ে বাঁশের ভেলায় করে নদীতে গোসল করতে নামেন নানি শাহানু বেগম। মুহূর্তেই নাতনি মুনহাতা বাঁশের ভেলা থেকে পড়ে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে অপর নাতনিসহ খালে পড়ে যান নানি নিজেও। পরে নাতনি সুমাইয়া সাঁতরিয়ে পাড়ে উঠতে সক্ষম হলেও পানিতে ডুবে যায় নানি শাহানু ও নাতনি মুনতাহা।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তল্লাশি চালিয়ে ঘটনার তিন ঘণ্টা পর নানির মরদেহ উদ্ধার করেন। নানির লাশ উদ্ধারের এক ঘণ্টা পর নাতনির মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. রমজান বলেন, নদীতে পড়ে নাতি-নাতনি নিখোঁজের চার ঘণ্টা পর এলাকাবাসী তল্লাশি চালিয়ে নানি-নাতনিকে উদ্ধার করেন। তবে ডুবুরি দল না থাকায় ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা পানিতে নামতে পারেনি।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) মো. কামাল উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে নদীতে উদ্ধার তৎপরতা শুরু করেছি। যেহেতু আমাদের সঙ্গে কোনো ডুবুরি সদস্য নেই, সেহেতু আমরা বিষয়টি জেলায় জানিয়েছি। সেখান থেকে ইতোমধ্যে ডুবুরি দল রওনা দিয়েছেন বলে আমাদের নিশ্চিত করেছেন।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এ মর্মান্তিক ঘটনা শুনে আমরা ফায়ার সার্ভিসকে দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।
