Logo
Logo
×

সারাদেশ

টেকনাফে এবার সেন্টমার্টিন বাসের সুপারভাইজারকে অপহরণ

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১১:০২ পিএম

টেকনাফে এবার সেন্টমার্টিন বাসের সুপারভাইজারকে অপহরণ

কক্সবাজারের টেকনাফে এবার অপহরণের শিকার হলেন বিলাসবহুল গাড়ি সেন্টমার্টিন বাসের সুপারভাইজার সালমান খান।

সোমবার সন্ধ্যায় টেকনাফ থেকে ঢাকায় যাওয়ার পথে ৮নং ওয়ার্ডের দক্ষিণ আলীখালীর নতুন রাস্তার মাথা থেকে গাড়ি থামিয়ে কয়েক জন সন্ত্রাসী তাকে অপহরণ করে নিয়ে যায় বলে জানিয়েছেন তার স্বজনরা।

সালমান খান হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা দমদমিয়া গ্রামের শাহজাহানের ছেলে।

তাকে উদ্ধারে প্রশাসনের সহায়তা কামনা করেছেন এলাকাবাসী। 

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. আলী জানান, আমার এলাকার কয়েকজন মানুষ অপহরণের বিষয়ে জানিয়েছিল। আমি তাদেরকে থানায় অবগত বা লিখিতভাবে অভিযোগ দিতে বলেছি। 

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রায় যুগান্তরকে জানান, অপহরণের বিষয়ে সংবাদ পাওয়ার পর থেকে আমাদের পক্ষ থেকে খোঁজখবর নিচ্ছি। তবে এখনো ভিকটিম পরিবারের পক্ষ থেকে কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম