Logo
Logo
×

সারাদেশ

অনুপ্রবেশের দায়ে মদসহ ভারতীয় যুবক আটক

Icon

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৩:০০ পিএম

অনুপ্রবেশের দায়ে মদসহ ভারতীয় যুবক আটক

ছবি : যুগান্তর

হবিগঞ্জের চুনারুঘাটের সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় যুবককে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে ভারও ও বাংলাদেশের মুদ্রা এবং মদ জব্দ করা হয়।

সোমবার দুপুরে উপজেলার কালেঙ্গা সীমান্তের মঙ্গলীয়া বাড়ির কাছে ৫৫ বিজিবির নিয়মিত টহল দল ওই যুবককে আটক করে।

আটক হওয়া যুবকের নাম মিটন দাস (২৪)। তার বাড়ি আসাম রাজ্যের শিলচর টাউনের কাছার এলাকায়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১৯৫২/২৬-এস এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় তাকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা, এক বোতল ভারতীয় মদ, একটি মোবাইল ফোন, ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, আইডি কার্ড, দুটি হাতঘড়ি, মানিব্যাগ ও মোবাইল চার্জার জব্দ করা হয়। সোমবার সন্ধ্যায় আটককৃত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম