স্ত্রী ও বোনকে মেসেজ পাঠিয়ে যুবকের আত্মহত্যা
মুলাদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৪:১৫ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের মুলাদীতে সাগর মাল (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের একটি পরিত্যাক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
দুই সন্তানের জনক সাগর উত্তর বালিয়াতলী গ্রামের মৃত শাহজাহান মালের ছেলে।
পরিবারের সদস্যরা বলছে, স্ত্রীর সঙ্গে অভিমান করে সোমবার দুপুরের পরে
নিজেদের পরিত্যাক্ত ঘরে আত্মহত্যা করতে পারেন সাগর। আত্মহত্যার আগে সাগর নিজের ব্যবহৃত
মোবাইল নাম্বার থেকে তার বোন ও স্ত্রীকে মেসেজ পাঠায়। সেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুর
জন্য কেউ দায়ী নয়, আমার জন্য দোয়া করবা।’
জানা গেছে, চাকরির সুবাদে স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকায় থাকতেন সাগর।
গত শনিবার ঢাকা থেকে গ্রামে বোন সখিনা বেগমের বাড়িতে বেড়াতে যান। সোমবার সকাল ১০টার
দিকে সখিনা বেগমের বাড়ি থেকে বের হয়ে আরেক বোনের বাড়িতে রওনা দেন সাগর। এরপর থেকে তার
খোঁজ পাওয়া যাচ্ছিল না। বন্ধ পাওয়া যাচ্ছিল তার মোবাইল ফোনও। এরপর থেকে নিখোঁজ সাগরকে
খুঁজতে থাকে পরিবারের সদস্যরা। একপর্যায়ে রাত ৯টার দিকে পরিত্যাক্ত ঘরের আড়ার সঙ্গে
সাগরের ঝুলন্ত লাশ দেখে পুলিশে সংবাদ দেয় তানা।
লাশ পাওয়ার পরে তার বোন সখিনা বেগম মোবাইল পরীক্ষা করে ভাইয়ের মোবাইল
থেকে আসা মেসেজ দেখতে পান। পরে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে একই মেসেজ পাঠানোর
বিষয়টি জানতে পারেন। ধারণা করা হচ্ছে, সোমবার দুপুর ১২টার পরে স্ত্রী ও বোনকে মেসেজ
পাঠিয়ে মোবাইল বন্ধ করে দেন সাগর।
সখিনা বেগম বলেন, ‘সাগরের সঙ্গে কারও শত্রুতা কিংবা বিরোধ ছিল না। স্ত্রী-সন্তান
ঢাকা থাকলেও সে একা গ্রামে বেড়াতে আসে। সোমবার সকালে স্ত্রীর সঙ্গে কয়েকবার মোবাইল
ফোনে কথা বলছিল সাগর। পরে রাতে ঝুলন্ত লাশ পাওয়া যায় তার। স্ত্রীর সঙ্গে অভিমান করে
আত্মহত্যা করে থাকতে পারে সে।’
মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিন উদ্দীন বলেন, ‘যুবকের লাশ উদ্ধারের
ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মঙ্গলবার সকালে লাশ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে
পাঠানো হয়েছে।’
