মেঘনায় ধরা পড়ল সাড়ে ৩ কেজির ইলিশ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৬:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির ইলিশ মাছ। এর ওজন সাড়ে ৩ কেজি। মাছটি ৭ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মাছটি সূর্যমুখী মাছঘাটে নিয়ে আসা হলে উৎসুক জনতার ভিড় জমে যায়।
স্থানীয় জেলে মনির মাঝির ট্রলারের জেলেরা মাছটি ধরেন গভীর মেঘনা নদীর বুকে। মাছটি পাওয়ার পর তারা সূর্যমুখী মাছঘাটে নিয়ে আসেন বিক্রির জন্য। বিশাল আকৃতির এই ইলিশ দেখতে ভিড় করেন বহু মানুষ। দীর্ঘদিন পর এত বড় একটি ইলিশ বাজারে আসায় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
সূর্যমুখী ঘাটের পরিচিত মাছ ব্যবসায়ী কামাল উদ্দিনের মা মৎস্য আড়তে মাছটির নিলাম অনুষ্ঠিত হয়। একপর্যায়ে এক স্থানীয় ব্যাপারী ৭ হাজার টাকায় মাছটি কিনে নেন। বাজারে চাহিদার তুলনায় এত বড় ইলিশ পাওয়া খুবই বিরল হওয়ায় দাম নিয়েও ছিল ব্যাপক আগ্রহ।
সূর্যমুখী মাছঘাট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন জানান, এত বড় ইলিশ এই ঘাটে খুব কমই আসে। আজ ঘাটে মাছ বিক্রি শুরু হয়েছে, আর প্রথম দিনেই এমন একটি মাছ বিক্রি হওয়ায় সবাই খুব খুশি। এটি শুভ সূচনার মতো।
তিনি আরও বলেন, এই ইলিশ দেখার জন্য অনেকেই ভিড় করেছেন। অনেক দিন পর বাজারে বড় সাইজের ইলিশ এসেছে, তাই উৎসাহ ছিল সবার মধ্যে।
মেঘনায় মাছ ধরা পুনরায় শুরু হওয়ার পর এভাবে বড় সাইজের ইলিশ ধরা পড়ায় জেলেরা আশাবাদী হয়ে উঠেছেন। অনেকেই মনে করছেন, এবার ভালো মৌসুম আসছে এবং বড় সাইজের মাছ পাওয়ার সম্ভাবনাও বেশি।
চোখে পড়ার মতো এমন একটি ইলিশ ধরা পড়া এবং এর বিক্রি বাজারে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। জেলেরা যেমন খুশি, তেমনি ব্যবসায়ীরাও আশাবাদী- এবারের মৌসুম হবে লাভজনক।
