মা বাড়িতে এসে দেখেন আড়ার সঙ্গে ঝুলে আছে মেয়ে
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৬:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাড়িতে মেয়েকে রেখে কাজে বাইরে যান বাবা ও মা। এর মধ্যে দুপুরে বাড়ি ফিরে আসেন মা। বাড়ির দরজা বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকেন মেয়েকে। কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে দেখেন তার মেয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছে।
রংপুরের কাউনিয়া উপজেলার চর নাজিরদহ গ্রামে মঙ্গলবার দুপুরে মরিয়ম বেগম (১২) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ গ্রামের বাসিন্দা মো. হোসেন আলীর স্কুলপড়ুয়া কন্যা মরিয়ম বেগমকে মঙ্গলবার সকালে বাড়িতে একা রেখে তার বাবা ও মা কৃষিকাজের জন্য বাড়ির বাহিরে যান। দুপুরে স্কুলছাত্রীর মা মনোয়ারা বেগম (৪২) বাড়িতে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে মেয়েকে ডাকাডাকি করেন।
কোনো সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে জানালার ফাঁক দিয়ে দেখতে পান তার কন্যা বসত ঘরের কাঠের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
মরিয়ম বেগম স্থানীয় নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের লোকজন থানায় একটি ইউডি মামলা করেছে।
