Logo
Logo
×

সারাদেশ

স্ত্রীর স্বীকৃতি দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৭:১১ পিএম

স্ত্রীর স্বীকৃতি দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন

অনশরত তরুণী। ছবি: যুগান্তর

বরিশালের গৌরনদীতে স্ত্রীর স্বীকৃতি পেতে সৌদি প্রবাসীর বাড়িতে এক তরুণী (২০) অনশন করছেন। সোমবার সকাল থেকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামে সৌদি প্রবাসী জলিল হাওলাদারের বাড়িতে এ অনশন শুরু করেন তিনি।  

মঙ্গলবার সকালে পুলিশসহ স্থানীয় গণ্যমান্যরা দাবি পূরণের আশ্বাস দিলে অনশন প্রত্যাহার করে বাবার বাড়িতে ফিরে যান তরুণী। এ ঘটনার পর থেকেই বাড়ি থেকে গা-ঢাকা দিয়েছেন জলিল।

অনশন করা তরুণী বলেন, ২০২১ সালে একই গ্রামের রহিম হাওলাদারের ছেলে জলিল হাওলাদারের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ২০২৩ সালে কাজের জন্য সৌদি আরবে পাড়ি জমান জলিল। একই বছরের ১২ জানুয়ারি উজিরপুরের বরাকোঠা কাজী অফিসে ৫ লাখ টাকা দেনমোহর ধার্য করে জলিল মোবাইল ফোনে আমাকে বিয়ে করেন। এরপর থেকে স্বামী-স্ত্রীর মতো আমার সঙ্গে জলিলের মোবাইলে আলাপ হতো। সম্প্রীতি সৌদি থেকে দেশে ফিরে এসে অন্যত্র বিয়ের উদ্যোগ নেন জলিল। বিষয়টি জানতে পেরে স্ত্রীর স্বীকৃতি পেতে জলিলের বাড়িতে সোমবার সকালে আমি অনশন শুরু করি। আমার উপস্থিতি টের পেয়ে প্রবাসী স্বামী জলিল বাড়ি ছেড়ে আত্মগোপন করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রবাসী জলিল হাওলাদারের ব্যবহৃত মোবাইল ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

এ ব্যাপারে জলিলের বোন হাবিবা বেগম বলেন, ষড়যন্ত্র করে আমার ভাইয়ের বিরুদ্ধে ওই তরুণী অপপ্রচার চালাচ্ছেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরনদী থানার উপ-পরিদর্শক (এনআই) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে অনশনকারী তরুণীকে তার নিজ বাড়িতে পৌঁছে দিয়েছি। ঘটনার শান্তিপূর্ণ সমাধানের জন্য অভিযুক্ত যুবক ও অনশনকারী তরুণীর পরিবার আগামী ২৮ জুন স্থানীয় এক সালিশ বৈঠকে বসবে। ওই বৈঠকের সিদ্ধান্তের আলোকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম