Logo
Logo
×

সারাদেশ

সুন্দরবনের অজগর আবারও লোকালয়ে

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৭:৫১ পিএম

সুন্দরবনের অজগর আবারও লোকালয়ে

সুন্দরবন হতে আবারও লোকালয়ে আসা একটি অজগর সাপ উদ্ধার করে তা বনের মধ্যে অবমুক্ত করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার ৬নং কয়রা পুলিশ ফাঁড়ির পার্শ্ববর্তী শ্মশান কালীমন্দিরের মাঠে ৯ ফুট লম্বা অজগর সাপটি স্থানীয়রা দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিক শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম শাহিদের নেতৃত্বে অভিযান চালিয়ে সাপটি উদ্ধার করা হয়।

এর আগেও একই স্থান হতে আরেকটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।

সাপটি উদ্ধারকালে কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির সদস্য, সিপিজি, ভিটিআরটি সদস্যসহ বনরক্ষীরা উপস্থিত ছিলেন।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অজগর সাপটি শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির অধীনে টানা ভারানী এলাকায় অবমুক্ত করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম