Logo
Logo
×

সারাদেশ

টাকার বিনিময়ে টিসিবির কার্ড, হাতেনাতে ধরা চেয়ারম্যান

Icon

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৮:০৩ পিএম

টাকার বিনিময়ে টিসিবির কার্ড, হাতেনাতে ধরা চেয়ারম্যান

রংপুরের কাউনিয়ায় ফ্যামিলি স্মার্ট (টিসিবি) কার্ড ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নিয়ে দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদুল ইসলামকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মঙ্গলবার ইউনিয়ন পরিষদে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে তাকে আটক করে সেনাবাহিনী।

আটক রাশেদুল ইসলাম উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের বুড়িরহাট এলাকার আব্দুল জব্বারের ছেলে। এছাড়াও তিনি টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টেপামধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ফ্যামিলি স্মার্ট কার্ড (টিসিবি) ভুক্তভোগীদের মাঝে মঙ্গলবার বিতরণ করা হয়। এ সময় টেপামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম ফ্যামিলি স্মার্ট কার্ড (টিসিবি) প্রদানে ভুক্তভোগী প্রত্যেকের কাছ থেকে তিনশ টাকা করে আদায় করেন।

একপর্যায়ে ভুক্তভোগীরা টাকার বিনিময়ে কার্ড প্রদানের বিষয়ে প্রতিবাদ করেন। পরে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন উত্তেজিত লোকজন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে।

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম