|
ফলো করুন |
|
|---|---|
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সহকারী কনজারভেন্সি কর্মকর্তা মো. আব্দুর রকিবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্বৈরাচারী’ শাসন ব্যবস্থার পক্ষে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেওয়ায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
বিষয়টি কেসিসি কর্তৃপক্ষের নজরে আসার পর তাকে শোকজ করা হয়েছে এবং প্রধান কার্যালয় থেকে বদলি করা হয়েছে খালিশপুরের আঞ্চলিক কার্যালয়ে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও ইঙ্গিত দেওয়া হয়েছে।
জানা গেছে, আব্দুর রকিব তার ‘অ্যাডভোকেট রকিব’ নামের ফেসবুক আইডি থেকে সম্প্রতি একটি পোস্ট শেয়ার করেন। সেখানে চুয়াডাঙ্গার একজন আওয়ামী লীগ নেতার জানাজার ছবির সঙ্গে তিনি মন্তব্য করেন, ‘তাহলে কি ফ্যাসিস্ট ভালো,,,,?’
এ মন্তব্যটি কেসিসির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসার পর ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
কেসিসির সচিব শরীফ আসিফ রহমান জানান, চাকরিবিধি অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের যে প্রক্রিয়া আছে, সেটি তিনি লঙ্ঘন করেছেন। তাকে শোকজ করা হয়েছে এবং তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, রকিবকে প্রধান কার্যালয় থেকে কেসিসির আঞ্চলিক অফিসে বদলি করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।
এদিকে আব্দুর রকিব জানান, তিনি একটি লেখা ও ছবি শেয়ার করেছিলেন, যা চুয়াডাঙ্গার একজন আওয়ামী লীগ নেতার। তিনি এখনো শোকজের চিঠি হাতে পাননি বলে দাবি করেন।
উল্লেখ্য, আব্দুর রকিব সাবেক ছাত্রলীগ নেতা এবং কেসিসির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের আস্থাভাজন হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে চাকরি পাওয়ার অভিযোগও রয়েছে।
একইসঙ্গে সহকারী কনজারভেন্সি অফিসার হিসেবে তার যোগ্যতার বিষয়েও প্রশ্ন উঠেছে। এই ঘটনা কেসিসিতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
