|
ফলো করুন |
|
|---|---|
পবিত্র হজ পালন শেষে চট্টগ্রামে ফিরেছেন ৪১৩ জন হাজি। মঙ্গলবার সকাল ১০টা ৪৮ মিনিটে হাজিদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইএ১৩৬) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
এ সময় বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর হাজিদের ফুলেল শুভেচ্ছা জানান।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, চট্টগ্রাম থেকে এ বছর ৫ হাজার ১৮৮ হাজি হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। এদের মধ্যে ৪১৩ জনকে নিয়ে মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি হজ ফ্লাইট (বিজি-১৩৬) বিমানবন্দরে অবতরণ করে। ধাপে ধাপে চট্টগ্রাম থেকে পবিত্র হজ পালন করতে যাওয়া অন্যান্য হাজিরাও ফিরবেন। ফিরতি ফ্লাইটগুলো জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
আগত হাজিদের ফুলের শুভেচ্ছা প্রদানকালে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (সিএএবি) কর্মকর্তা, বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক ও স্টেশন ম্যানেজারসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, চলতি বছর সৌদি আরবের উদ্দেশে চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু হয় গত ৩ মে। চট্টগ্রাম থেকে এ বছর মোট ৫ হাজার ১৮৮ হাজি হজ পালনের জন্য সৌদি আরবে যান। গত বছর গিয়েছিলেন ৮ হাজার। ২০২৩ সালে চট্টগ্রাম থেকে ১০ হাজার ও ২০২২ সালে ১২ হাজার ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করতে যান।
