Logo
Logo
×

সারাদেশ

ভাড়া নিয়ে বিতর্ক, যাত্রীর মারধরে প্রাণ গেল চালকের

Icon

নোয়াখালী ও চাটখিল প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১০:৪৭ পিএম

ভাড়া নিয়ে বিতর্ক, যাত্রীর মারধরে প্রাণ গেল চালকের

নোয়াখালীর চাটখিলে ভাড়া নিয়ে তর্ক-বিতর্কের জেরে যাত্রীর মারধরে সাইফুল ইসলাম কিরণ নামে এক অটোরিকশা চালকের মৃত্যু অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মিজান হোসেনকে আটক করেছে।

মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত কিরণ ওই ইউনিয়নের প্রসাদপুর দাই বাড়ির মৃত মো. হানিফের ছেলে।

আটক মিজান মমিনপুর গ্রামের আব্দুল হাশেম মুন্সি বাড়ির মৃত নাজির আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার সোমপাড়া বাজারের থাই এ্যালুমিনিয়াম ব্যবসায়ী মিজান ও অটোচালক কিরণ পূর্ব পরিচিত। সোমবার বিকালে সোমপাড়া বাজার থেকে ব্যবসায়ী মিজানের বউসহ সন্তানদের বাড়িতে নিয়ে যাওয়া জন্য ভাড়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে অটোচালক কিরণ মিজানের ভাড়া না নিয়ে সেখান থেকে অন্য যাত্রী নিয়ে উপজেলার অলিপুরে চলে যায়। সেখানে রাত ৮টায় কিরণ বমি করে অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম