Logo
Logo
×

সারাদেশ

ট্রেনে কাটা পড়ে সদ্য বিবাহিত যুবকের মৃত্যু

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১০:৪৮ পিএম

ট্রেনে কাটা পড়ে সদ্য বিবাহিত যুবকের মৃত্যু

ঢাকা যাওয়ার জন্য টিকিট কেটে ফেরার পথে গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে সদ্য বিবাহিত নাহিদ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে গাইবান্ধা সদর উপজেলার নশরৎপুর এলাকায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।

নিহত নাহিদ সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

তার পরিবারের লোকজন বলেন, ঈদের ছুটিতে এসে নাহিদ বিয়ে করেন। ছুটি শেষ হওয়ার আগে নাহিদ সস্ত্রীক মঙ্গলবার ট্রেনযোগে ঢাকা যাওয়ার কথা। এজন্য গাইবান্ধা থেকে টিকিট কেটে বাড়ি ফেরার পথে নসরৎপুর নামক এলাকায় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন।

ঘটনার সত্যতা স্বীকার করে বোনারপাড়া রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম বলেন, অসতর্ক থাকায় হয়তো তিনি এ দুর্ঘটনার শিকার হয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম