ছবি : যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে সাড়ে তিন কেজি ওজনের দুটি ইলিশ মাছ ধরা পড়েছে। ইলিশ দুটি স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী ১৪ হাজার ৪০০ টাকায় কিনে নিয়েছেন।
স্থানীয় জেলেরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে
জেলেরা পদ্মা নদীতে মাছ শিকার করতে যান। রাতে স্থানীয় জেলে শাহাদত হোসেন হালদারের জালে
দুটি বড় ইলিশ মাছ ধরা পড়ে। মাছ দুটি বিক্রির জন্য তিনি রাতেই দৌলতদিয়া ফেরি ঘাটে আনেন।
এ সময় ওজন দিয়ে দেখেন ইলিশ দুটি তিন কেজি ৬০০ গ্রাম। নিলামে বিক্রির জন্য তুললে সর্বোচ্চ
দরদাতা হিসেবে ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ মাছ দুটি ক্রয় করেন।
মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘জেলে শাহাজাহন, খবির ও উসমানের জালে
বড় দুটি ইলিশ মাছ ধরা পড়ে। চার হাজার টাকা কেজি দরে ১৪ হাজার ৪০০ টাকায় মাছ দুটি ক্রয়
করি। মাছ দুটি বিক্রির জন্য আড়তে রাখা হয়েছে।’
