ফরিদগঞ্জে বাঁশ নিয়ে ঝগড়ায় শতবর্ষী বৃদ্ধের মৃত্যু
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০১৮, ০৩:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাঁশঝাড়ের বাঁশ কাটার ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটি করতে করতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে লুৎফুর রহমান নামে ১১০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার হর্ণিদূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত লুৎফুর রহমান (১০০) উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্ণিদূর্গাপুর গ্রামের রুহুল আমিন চৌকিদার বাড়ির চানমিয়া পাটওয়ারীর ছেলে
পারিবারিক সূত্র জানায়, লুৎফর রহমান মঙ্গলবার সকালে বাড়ির পাশের বাশঝাঁড় থেকে বাঁশ কাটাকে কেন্দ্র করে জামাল নামে ভাতিজা সম্পর্কের এক ব্যক্তির সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ে।
একপর্যায়ে সে লুৎফর বাড়ির উঠানে হঠাৎ লুটিয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর প্রেরণ করে।
বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান, প্রাথমিকভাবে এটি স্ট্রোকজনিত কারণে মৃত্যু ঘটেছে বলে মনে হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
