Logo
Logo
×

সারাদেশ

মহাসড়কে পুলিশ দেখে অস্ত্র ও গুলি ফেলে পালাল সন্ত্রাসী

Icon

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০১:১২ পিএম

মহাসড়কে পুলিশ দেখে অস্ত্র ও গুলি ফেলে পালাল সন্ত্রাসী

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। ফাইল ছবি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে পুলিশ চেকপোস্টে তল্লাসি দেখে একটি অস্ত্র ও ৬ রাউন্ড গুলি ফেলে পালিয়ে গেছে সন্ত্রাসী। পরে পুলিশ অস্ত্র ও গুলো উদ্ধার করে। 

বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানায় প্রেষণে কর্মরত পুলিশ টেলিকমের এএসআই শামীম রেজার নেতৃত্বে একদল পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাদেরিয়া টেক্সটাইল মিলের সামনে চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট চলাকালে অটোরিকশা সিগনাল দিয়ে থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশি করেন পুলিশ সদস্য মো. হেলাল উদ্দিন। এ সময় থেমে থাকা এক অটোরিকশাআরোহীর অজ্ঞাতনামা ব্যক্তি চেকপোস্টে পুলিশ সদস্যদেরকে দেখতে পেয়ে তার সঙ্গে থাকা একটি বিদেশি পিস্তল ৬ রাউন্ড গুলি চেকপোস্টস্থলে ফেলে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অতঃপর অস্ত্রটি  জব্দ করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে অস্ত্রধারীকে গ্রেফতারে অভিযান চলছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম