Logo
Logo
×

সারাদেশ

মিছিলে হামলার ঘটনায় জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৪:৪৪ পিএম

মিছিলে হামলার ঘটনায় জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

নরসিংদীর পলাশে ছাত্রদলের মিছিলে হামলা ও গুলি বর্ষণের মামলায় জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফজলুল কবির জুয়েল পলাশ বাজার এলাকার ফজর আলী মাস্টারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ জুন) সন্ধ্যায় পলাশ বাসস্ট্যান্ড মোড়ে উপজেলা ছাত্রদল ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছাত্রদল কর্মী ইসমাঈল ও পথচারি সোহেল মিয়া গুলিবিদ্ধ হয়। 

এছাড়া পুলিশ সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এ ঘটনায় রোববার রাতেই ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক সিয়াম মিয়া বাদী হয়ে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে প্রধান আসামি করে ৯ জনের নাম এজাহারভূক্ত করে ও অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করে পলাশ থানায় একটি মামলা করেন। 

পলাশ থানার ওসি মনির হোসেন জানান, ছাত্রদল ও বিএনপি নেতা জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ পালটাপালটি মামলা করেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা মহানগর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট হাসপাতাল থেকে জুয়েলকে গ্রেফতার করা হয়। বর্তমানে জুয়েল পুলিশ হেফাজতে রয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম