Logo
Logo
×

সারাদেশ

মাদকাসক্ত ছেলেকে হত্যার পর বস্তায় ভরে ড্রেনে ফেলে দেন বাবা-মা

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৫:৫৩ পিএম

মাদকাসক্ত ছেলেকে হত্যার পর বস্তায় ভরে ড্রেনে ফেলে দেন বাবা-মা

নির্যাতন সইতে করতে না পেরে মাদকাসক্ত একমাত্র ছেলেকে হত্যার পর বস্তায় ভরে ড্রেনে ফেলে দিয়েছেন বাবা-মা।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল হক।

নিহত জনি সরকার (২৫) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার বিশ্নপুর গ্রামের করুনা সরকার ও অসিতা রানী সরকারের ছেলে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল হাসিনুজ্জামান বলেন, ফতুল্লার লালখা শিহাচর এলাকার দুলাল পুলিশের বাড়িতে স্ত্রী দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ভাড়া থেকে খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর করুনা সরকার। তার ছেলে জনি সরকার মাদকাসক্ত ও বখাটে। মাদকের টাকার জন্য প্রায়ই জনি তার বাবা-মাকে মারধর ও মানুষিক নির্যাতন করতেন।

তিনি বলেন, ১৬ জুন রাতেও জনি তার বাবা-মাকে মারধর করেন। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে রুটি বানানোর বেলুন দিয়ে জনির মাথায় ও মুখে তার বাবা করুনা সরকার আঘাত করে। এতে জনি নিথর হয়ে পড়লে মায়ের সহযোগিতায় প্লাস্টিকের বস্তায় ভরে রাতেই সড়কের পাশে ড্রেনে ফেলে দেয় করুনা সরকার। পরের দিন ১৭ জুন সকালে পুলিশ ড্রেন থেকে বস্তাবন্দি জনির লাশ উদ্ধার করেন।

এ ঘটনার পর করুনা সরকার বাদী অজ্ঞাত আসামি দিয়ে মামলা করেন। এ মামলায় তদন্তে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের রহস্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওসি শরিফুল ইসলাম, তদন্ত আনোয়ার হোসেন, এসআই শামীম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম