Logo
Logo
×

সারাদেশ

পরকীয়ায় বাধা দেওয়ায় শ্বশুরকে হত্যা, পুত্রবধূর যাবজ্জীবন

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৬:৩৬ পিএম

পরকীয়ায় বাধা দেওয়ায় শ্বশুরকে হত্যা, পুত্রবধূর যাবজ্জীবন

কুমিল্লার লাকসামে পরকীয়ায় বাধা দেওয়ায় ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত ও ব্লেড দ্বারা শ্বশুরের গোপনাঙ্গ কেটে হত্যার দায়ে পুত্রবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মোছা. তাসলিমা আক্তার উপজেলার আশকামতা গ্রামের মো. বিল্লাল হোসেনের স্ত্রী। 

মামলার বিবরণে জানা যায়, ভিকটিম মো. চাঁন মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন চাকরির সুবাদে ঢাকায় থাকতেন। এ সুযোগে পুত্রবধূ বিভিন্ন লোকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। পুত্রবধূকে পরকীয়ায় বাঁধা দেওয়ায় ২০১৪ সালের ১০ জুলাই রাতে মো. চাঁন মিয়াকে (৭০) হত্যা করেন পুত্রবধূ মোছা. তাসলিমা আক্তার (৩০)।

এ ঘটনায় ভিকটিমের ছেলে মো. বাবুল মিয়া বাদী হয়ে তাসলিমা আক্তারসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনা প্রমাণিত হওয়ায় ঘাতককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম