চাকরির প্রলোভনে ১০ লাখ টাকা চাঁদা দাবির অডিও ফাঁস
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৮:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফেনী জেলা স্বাস্থ্য বিভাগে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে ১০ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে পরশুরাম উপজেলা ছাত্র প্রতিনিধি পরিচয়ধারী নাহিদ রাব্বির বিরুদ্ধে। আগামীকাল শুক্রবার (২০ জুন) স্বাস্থ্য বিভাগের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
চাকরি প্রত্যাশী যুবক পরশুরাম পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা। এক চাকরি প্রত্যাশীর কাছে এ চাঁদা দাবি করার ২ মিনিট ৩৮ সেকেন্ডের একটি অডিও রেকর্ড বুধবার রাতে ফাঁস হয়।
নাহিদ রাব্বি পরশুরাম পৌরসভার ৫নং ওয়ার্ডের কোলাপাড়ার রেলওয়ে কর্মচারি নুর নবীর ছেলে। রেকর্ডে চাকরি প্রত্যাশির কাছে পরীক্ষার একদিন আগে নাহিদ ৪ লাখ টাকা ও মূল সার্টিফিকেট দিতে বলেন।
ওই চাকরি প্রত্যাশি রাব্বিকে বলেন, ‘আচ্ছা তাহলে বাড়িতে কথা বলে আপনাকে জানাবো। আপনি মোট ১০ চাচ্ছেন নাকি অর্থাৎ ১০ লাখ লাগবে এইতো? এমনে আর এক, দুই লাখ কমানো যাবে না ভাই?’ এ সময় রাব্বিকে ‘আর এক পয়সাও কমানো যাবে না’ বলতে শুনা যায়।
চাকরি প্রত্যাশি বলেন, ‘আমি বাজারে বাড়ি গিয়ে আব্বুর সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি।’ এ সময় নাহিদ রাব্বি বলেন, ‘প্রথমে তুই চার দে, আমি তার সঙ্গে কথা বলে দেখি। প্রথমে একটা এমাউন্ট না দিলে তো সে উলটে যাবে। স্টাম করা হবে তোরে স্টাম দিয়ে দিবে। আমার হাতে থাকবে সব। আমার মাধ্যমে কাজ করবে। ’
এ সময় চাকরি প্রত্যাশী বলেন, ভাই উল্টিবে না। আপনি ওইভাবে করে দেন। তখন নাহিদ রাব্বি বলে, ‘সে ভালোবাসা বাংলাদেশে নাই।’
চাকরি প্রত্যাশি সময় চাইলে সে বলে, ‘না, না। তখন পৌরসভার কত নাম্বার ওয়ার্ডে পড়ছে জিজ্ঞেস করলে চাকরি প্রত্যাশী ৩ নং ওয়ার্ড এর পরিচয় দিয়ে থাকে।’
এ বিষয়ে জানতে চাওয়া হলে ফেনী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়েত বিন করিম যুগান্তরকে বলেন, আমরা রেকর্ড পেয়েছি। দুইজনের তথ্যই পেয়েছি। গোয়েন্দা সংস্থাকে দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে কাজ করতেছেন।
তিনি বলেন, এখানে কোনো অনিয়ম হওয়ার সুযোগ নেই। যারা লেনদেন করতে চাচ্ছে, তারা বোকার স্বর্গে বসবাস করছে। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
এনসিপির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত বলেন, নাহিদ রাব্বিকে জাতীয় নাগরিক পার্টির নেতা হিসেবে সম্বোধন করা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির সঙ্গে নাহিদ রাব্বির কোনো সম্পর্ক নেই। আমরা যতটুকু জানি, সে একজন স্বঘোষিত ছাত্র প্রতিনিধি। আমাদের এনসিপির ফেনী জেলা এবং কোনো উপজেলার এখন পর্যন্ত সমন্বয় কমিটি হয়নি। খুব দ্রুত সমন্বয় কমিটি হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম যুগান্তরকে বলেন, ফেনীতে বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল কোনো সমন্বয়ক কমিটি নেই। কেউ এ পরিচয় ব্যবহার করে দুর্নীতি করতে চাইলে সে দায়ভার আমাদের নয়।
এ বিষয়ে জানতে চাওয়ার জন্য নাহিদ রাব্বিকে কল দিয়ে পাওয়া যায়নি।
আগামীকাল সকাল ১০ টার দিকে অনুষ্ঠিত হতে যাওয়া নিয়োগ পরীক্ষায় ১১৫ পদের মধ্যে জেলার সদর উপজেলা সহ সব কটি উপজেলায় স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ দেওয়া হবে ৯৯ জনকে।
৫ জনকে পরিসংখ্যানবিদ নিয়োগ দেওয়া হচ্ছে। এছাড়া ৬ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৪ জন ড্রাইভার ও ১ জন ল্যাবরেটরি এটেনডেন্ট নিয়োগ দেওয়া হচ্ছে।
সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১১ টায় শেষ হবে। পরীক্ষায় ১১৫ পদে ১২ হাজার ৪৪৮ প্রতিযোগী অংশগ্রহণ করছে। প্রতি পদের বিপরীতে ১০৮ জন করে লড়ছেন।
