তিন দিনের ব্যক্তিগত সফরে বাণিজ্য উপদেষ্টা বড়লেখায়
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৯:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, বস্ত্র, পাট ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিন দিনের ব্যক্তিগত সফরে মৌলভীবাজারের বড়লেখায় রয়েছেন। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন পরিবারের সদস্যরা।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে পারাবত ট্রেনযোগে তিনি মৌলভীবাজারের বড়লেখার উদ্দেশে যাত্রা করেন। দুপুর ১২টায় কুলাউড়া জংশন স্টেশন পৌঁছে যাত্রাবিরতি শেষে কড়া নিরাপত্তা ব্যবস্থায় সড়ক পথে বড়লেখায় আকিজ গ্রুপের মালিকানাধীন বাহাদুরপুর চা বাগানের উদ্দেশে রওনা দিয়ে সোয়া ১টায় চা বাগানের চেয়ারম্যান বাংলোয় পৌঁছেন।
শনিবার বিকাল পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে তিনি অবস্থান করবেন। ওই দিন বিকাল সাড়ে ৪টায় কুলাউড়া জংশন স্টেশন থেকে পারাবত ট্রেনযোগে ঢাকায় ফিরবেন।
সফরসঙ্গী ব্যক্তিগত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বড়লেখায় বাহাদুরপুর চা বাগানে অবস্থানকালে সেখানে তিনি মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা করতে পারেন।
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, উপদেষ্টার বড়লেখায় কোনো সরকারি প্রোগ্রাম নেই। একান্ত ব্যক্তিগত সফরে পরিবারের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে শনিবার বিকাল পর্যন্ত বড়লেখায় অবস্থান করছেন। তার সার্বিক নিরাপত্তায় পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।
