নববধূ নিয়ে ফেরার পথে নিহত ২
জকিগঞ্জে বিয়ের আনন্দ বিষাদে
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১০:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের জকিগঞ্জে বিয়ের আনন্দ ঘিরে ধরল মৃত্যুর বিষাদে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আত্মীয়স্বজনরা নববধূ নিয়ে মাইক্রোবাস চেপে হৈচৈ করে বাড়ি ফেরার পথে হৃদয়বিদারক এক ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যুতে সবকিছু ওলট-পালট করে দিয়েছে।
জানা গেছে, বুধবার সোনাসারের একটি কমিউনিটি সেন্টারে উপজেলার মানিকপুর ইউপির বাল্লাহ গ্রামের জামাল আহমদের ছেলে আবুল কালামের সঙ্গে কাজলসার ইউপির কড়ইমুড়া গ্রামের আব্দুল জব্বারের মেয়ে রোজিনা আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিল।
সেন্টারের আনুষ্ঠানিকতা সেরে বর-কনের গাড়িতে চেপে আত্মীয়স্বজনরা নববধূ নিয়ে বাড়ি ফিরছিলেন। কসকনকপুর ইউপি এলাকায় পৌঁছার পর জকিগঞ্জ-সিলেট মহাসড়কের ইউনিয়ন অফিস বাজারের নিকটে বর-কনের মাইক্রোবাস গাড়ির সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান ইজিবাইক চালক শাহাবুদ্দীন (৪৮)।
ভয়াবহ দুর্ঘটনায় বর-কনের গাড়িতে থাকা নারী, শিশু, পুরুষ, বর-কনে মিলিয়ে প্রায় ৮ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার সকালে আহতদের মধ্যে আব্দুল্লাহ আল মুরসালিন নামের তিনমাস বয়সি শিশু চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি হাসপাতালে মারা যায়। নিহত শিশু জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের শাহজালালপুর (পুরকায়স্থ বাড়ি) গ্রামের ছাব্বির আহমদের ছেলে।
