Logo
Logo
×

সারাদেশ

ভারতের সীমান্তে ঝুলছে বাংলাদেশি যুবকের মরদেহ

Icon

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১১:০৩ পিএম

ভারতের সীমান্তে ঝুলছে বাংলাদেশি যুবকের মরদেহ

সদ্য বিবাহিত জাকারিয়া

ভারতের অভ্যন্তরে গাছের ডালে ঝুলছে বাংলাদেশি যুবকের মরদেহ। মরদেহটি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের উৎমাছড়া এলাকার ১২৫৭ নম্বর মেইন পিলারের ২০ নম্বর সাব-পিলারের কাছে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পান।

স্থানীয়রা জানান, ঝুলন্ত মরদেহটি উপজেলার লামারগ্রামের আলাউদ্দিন আলাইয়ের ছেলে জাকারিয়া আহমদ (২৫)।

মৃতের আত্মীয়রা জানান, সদ্য বিবাহিত জাকারিয়া সকালে ৭টায় বাড়ি থেকে বের হয়েছিল। বেলা ১১টার দিকে ভারতের অভ্যন্তরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খবর দেন স্থানীয়রা। এ ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আল আদনান বলেন, মরদেহটি ভারত সীমান্তের অভ্যন্তরে আছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনার মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্যজনক কারণ—তা তদন্তের মাধ্যমে জানা যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম