সিলেটে পৌনে ২ কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ
সিলেট ব্যুরো
প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৯:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৌনে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির টহল দল এ অভিযান চালায়।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক জানান, সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বাংলাবাজার, সোনালীচেলা, লাফার্জ, দমদমিয়া, পানথুমাই, লবিয়া, সংগ্রাম, প্রতাপপুর ও শ্রীপুর বিওপির টহল দল অভিযান চালায়।
এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, গরু, সুপারি, কম্বল, জিরা, চকলেট, মদ ও কসমেটিক্স জব্দ করে। এছাড়া বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ শিং মাছ জব্দ করা হয়।
পাশাপাশি সিলেট শহরে সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযান চালিয়ে বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করে। জব্দ পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ ২৭ হাজার ৬৫০ টাকা।
