বান্দরবানে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ জেএসএসের ৯ সদস্য আটক
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১০:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বান্দরবানে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) ৯ জন সক্রিয় সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
শুক্রবার ভোরে টংকাবতী এলাকার পুনর্বাসন চাকমাপাড়া ও ইম্মানুয়েল ত্রিপুরাপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- আনন্দ মোহন চাকমা, শান্তিরাম চাকমা, চাতুই চাকমা, শান্তি রঞ্জন চাকমা, কল্পরঞ্জন চাকমা, জ্যোতি বিকাশ চাকমা, পাখিরাম ত্রিপুরা, ছতিয় ত্রিপুরা, জুয়েল ত্রিপুরা।
সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনা জোনের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪টি দেশীয় গাদা বন্দুক, ২টি ব্যারেল, ৩টি ছুরি, একটি ইউনিফর্মের নিচের অংশ, ২ জোড়া বুট, একটি ট্যাব, ২টি মোবাইল ফোন এবং কিছু ইলেকট্রিক তার উদ্ধার করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মঞ্জুর মোর্শেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টংকাবতী ও ইম্মানুয়েল পাড়ায় অভিযান চালিয়ে জেএসএসের ৯ সদস্যকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, পাহাড়ে সন্ত্রাসীদের কোনো ধরনের চাঁদা প্রদান থেকে বিরত থাকতে এবং কেউ চাঁদা দাবি করলে সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে অবহিত করতে বলেছি।
