Logo
Logo
×

সারাদেশ

ভারত সীমান্তে বাংলাদেশি গ্রামপুলিশের মৃত্যু

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৫, ১১:৪৪ পিএম

ভারত সীমান্তে বাংলাদেশি গ্রামপুলিশের মৃত্যু

নিহত হানিফ মিয়া। ছবি: যুগান্তর

খাগড়াছড়ির মাটিরাঙা সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে মো. হানিফ মিয়া নামে বাংলাদেশি গ্রামপুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সেই বিষয়ে নিশ্চিত নন তিনি।

শুক্রবার বিকালে মৃতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার স্ত্রী পারভিন আক্তার লাশটি তার স্বামীর বলে নিশ্চিত করেছেন। 

তবলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ ওসমান আলী বলেন, গতকাল রাতে দুজন লোক এসে হানিফ মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের ত্রিপুরা রাজ্যে এক বাংলাদেশির মৃত্যুর ভিডিও ভাইরাল হয়। তা দেখে মৃতের স্ত্রী পারভিন আক্তার লাশটি তার স্বামীর বলে শনাক্ত করেন। 

যে দুজন ব্যক্তি হানিফ মিয়াকে রাতে ডেকে নিয়ে গেছেন তাদের একজন বেলাল বলে জানান সচিব।

তিনি আরও বলেন, ভিডিওতে দেখা যাচ্ছে, হানিফ মিয়ার হাত পেছন থেকে বাঁধা, তার শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন। মৃত্যুর কারণ আমরা নিশ্চিত নই। 

পুলিশ জানায়, হানিফসহ ৫ ব্যক্তি ভারতের সীমান্তে অবৈধভাবে প্রবেশ করলে বিএসএফ ধাওয়া দেয়। এতে চারজন চলে আসেন এবং একজন বিএসএফের হাতে আটক হন। পরবর্তীতে বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত একটি ভিডিওতে লাশ দেখেন হানিফের ছেলে এবং শ্যালক। তারা জানান, লাশের সঙ্গে নিখোঁজ হানিফের মিল রয়েছে। বর্তমানে লাশটি কোথায় আছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, হানিফ মিয়া তবলছড়ি ইউনিয়নের গ্রামপুলিশের একজন সদস্য। ভিডিও দেখে মনে হচ্ছে তাকে পিটিয়ে মারা হয়েছে। তার লাশ এখনো সীমান্তের ওপারে (ভারত অংশ) রয়েছে।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম