Logo
Logo
×

সারাদেশ

বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০১:৪২ পিএম

বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ছবি : যুগান্তর

মানিকগঞ্জের সদর উপজেলায় সেলফি পরিবহণের একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে উপজেলার চরখন্ড গোলড়া এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া উপজেলার জাগীর ইউনিয়নের মৃত মোসলেম মিয়ার ছেলে।

গোলড়া হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার বলেন, সকালে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল অ্যালকোয়েড স্টিলস মিলসে যাচ্ছিল তারা মিয়া। পথিমধ্যে ঢাকাগামী সেলফি পরিবহণের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সদর থানার ওসি আমান উল্লাহ বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাস ও এর চালককে আটকে অভিযান চলছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম