ছুটির দিনেও খোলা বেনাপোল কাস্টমস হাউস
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৭:৫০ পিএম
বেনাপোল স্থলবন্দর। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সরকারি ছুটির দিনেও বাজেট কার্যক্রম চলমান থাকায় কাস্টমস ও ভ্যাট এবং আয়করসহ রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত অন্য সব দপ্তর খোলা রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
শনিবার (২১ জুন) সরকারি ছুটি থাকায় বেনাপোল কাস্টমস হাউসে ব্যবসায়ীদের উপস্থিতি না থাকলেও বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য অন্যদিনের মতো স্বাভাবিকভাবে চলছে। তবে বন্দরে লোড আনলোড ও ব্যাংক বন্ধ থাকার কারণে কাস্টমস হাউসে কোনো ব্যবসায়ীদের উপস্থিতি দেখা যায়নি।
কাস্টমস হাউসে ব্যবসায়ীদের উপস্থিতি না থাকায় কাস্টমস খোলা রেখে সরকারের কোনো কাজে আসছে না বলে জানান ব্যবসায়ীরা।
সূত্র জানায়, রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি বিভাগ করার যে অধ্যাদেশ জারি হয়েছিল তা বাতিলের দাবিতে দীর্ঘ আন্দোলনের কারণে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির শঙ্কা দেখা দিয়েছে। সেই ক্ষতি পোষাতে এখন সাপ্তাহিক ছুটির দিনে দপ্তর খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার এইচএম শরিফুল ইসলাম জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী বেনাপোল কাস্টমস হাউস শনিবার সরকারি ছুটির দিনেও খোলা আছে।
১৮ জুন উম্মে আয়মান কাশমী (দ্বিতীয় সচিব বোর্ড প্রশাসন-১) স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে জানানো হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডে ২০২৫-২৬ অর্থ বছরে বাজেট কার্যক্রম চলমান থাকায় ২১ জুন ও ২৮ জুন শনিবার জাতীয় রাজস্ব বোর্ড এবং এর অধীনস্থ কাস্টমস ও ভ্যাট এবং আয়করসহ রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত অন্য সব দপ্তর খোলা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন কবির তরফদার জানান, শনিবার সরকারি ছুটির দিনে বন্দর খোলা রাখার কোনো নির্দেশনা আমরা পাইনি। তবে অন্য দিনের মতো আজ শনিবার বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক আছে।
