সুন্দরগঞ্জের বিএনপি নেতা ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১০:৩২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সুমন মিয়াকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১০ এবং সুন্দরগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে শুক্রবার ঢাকার দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে র্যাব-১-এর একটি দলও সহায়তা করে।
সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) সেলিম রেজা শনিবার বিকালে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও যৌথ অভিযানের মাধ্যমে প্রধান আসামি সুমনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। প্রাথমিক জবানবন্দি রেকর্ড করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি জানান, একাধিক অভিযানে প্রধান আসামি সুমনের পাশাপাশি তার বাবা মজিবর রহমান ও দেশীয় অস্ত্রসহ তার ভাবী স্বপ্না বেগমকেও গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার সুমন মিয়া উপজেলার রামভদ্র খানাবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি স্থানীয়ভাবে যুবলীগ কর্মী হিসেবে পরিচিত।
