Logo
Logo
×

সারাদেশ

পুলিশ-সাংবাদিক ফুটবল যুদ্ধে কে জয়ী

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৫, ১১:৩১ এএম

পুলিশ-সাংবাদিক ফুটবল যুদ্ধে কে জয়ী

ছবি : যুগান্তর

‘মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ে তুলি’, স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) বিকাল ৫টায় উপজেলার ঐতিহ্যবাহী গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের আয়োজনে খেলায় গোয়ালন্দ ঘাট থানা সেরা একাদশ বনাম গোয়ালন্দ থানা সাংবাদিক সেরা একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে।

খেলায় গোয়ালন্দ ঘাট থানা সেরা একাদশ ৪-২ গোলে বিজয়ী হয়। খেলায় যৌথভাবে ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের স্টাইকার ও জেলা সহকারি পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

ম্যাচ শেষে খেলার উদ্বোধন এবং চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. শরীফ আল রাজীব। তিনি বলেন, ‘পুলিশ ও সাংবাদিক দেশ এবং মানুষের কল‍্যাণে কাজ করে থাকে। তাই আমাদের মাঝে হৃদ্যতা থাকা খুব জরুরি। আমরা মিলেমিশে সমাজে অনেক ভালো ভালো কাজ করতে পারি।’

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম বলেন,  ‘আনন্দঘন পরিবেশে এমন একটি সুন্দর খেলার আয়োজনকে সাফল্যমন্ডিত করতে সহায়তা করায়  সম্মানিত সাংবাদিক বন্ধু ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ ধরণের আয়োজন ভবিষ্যতে আরও হবে ইনশাআল্লাহ।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম