Logo
Logo
×

সারাদেশ

ফটিকছড়িতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৪:২৮ পিএম

ফটিকছড়িতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে বাসের চাপায় মো. রাজু (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২২ জুন) দুপুরে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো কড়ই বাগান এলাকায় ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু উপজেলার দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া এলাকার সাইদুল হক ওরফে লাকির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বারইয়ারহাট থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি হেয়াকো ফিরছিলেন রাজু। পথে কড়ই বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খাগড়াছড়িগামী ইকোনো পরিবহণের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়।

ভুজপুর থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম