Logo
Logo
×

সারাদেশ

পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর জালিয়াতি

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিতের ভুয়া বিজ্ঞপ্তি

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২২ জুন ২০২৫, ১১:১৩ পিএম

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিতের ভুয়া বিজ্ঞপ্তি

ছবি : সংগৃহীত

আগামী ২৬ জুন বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে। সব প্রস্তুতি সম্পন্ন করেছে যশোর শিক্ষা বোর্ড। অথচ পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর জাল করে ‘বাংলা প্রথমপত্র পরীক্ষা স্থগিত’ উল্লেখ করে ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে বিভ্রান্ত করছে একটি চক্র। 

রোববার বিকালে এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ‘বোর্ডের সব ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে কে বা কারা পরীক্ষা নিয়ন্ত্রকের সাক্ষর জাল করে পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং পরীক্ষা আইনে অপরাধ। প্রকৃত পক্ষে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি বোর্ড কর্তৃপক্ষ প্রকাশ করেনি। প্রকাশিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ২০২৫ যথাসময়ে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’

তিনি আরও বলেন, নির্ধারিত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ বিষয়ে সতর্কতা জারি ও চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে বোর্ড কর্তৃপক্ষ।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন জানান, পরীক্ষা স্থগিতের নামে কে বা কারা ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

জানা যায়, শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর জালিয়াতি করে বাংলা প্রথমপত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। এমন একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র বিষয়ের প্রশ্নপত্র অনিয়ম ও চুরি হওয়ার প্রমাণ পাওয়া গেছে। শিক্ষার্থীদের স্বার্থ ও পরীক্ষার নিরপেক্ষতা বজায় রাখার লক্ষে ২৬ জুনের বাংলা প্রথমপত্র পরীক্ষাটি স্থগিত করা হলো। পরবর্তীতে পরীক্ষার তারিখ জানানো হবে। 

ভুয়া বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভ্রান্ত হয়ে পড়েন শিক্ষার্থীরা। এরপর অনেক শিক্ষার্থী তাদের কলেজে যোগাযোগ করে খোঁজ নিতে শুরু করেন। ভুয়া বিজ্ঞপ্তির বিষয়টি রোববার দুপুরে বোর্ড কর্তৃপক্ষের নজরে আসে।

বোর্ড কর্তৃপক্ষের দেওয়া অভিযোগের বিষয়ে পুলিশের একটি টিম কাজ করছে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন।

যশোর শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চলতি বছর খুলনা বিভাগের ৫৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী ২৪০টি কেন্দ্রে পরীক্ষায় বসবে; যা গত বছরের তুলনায় ৬ হাজার ১৯৪ জন কম। গত বছর পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ২২ হাজার ৫১১ জন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম