বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন আখলুছ
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১১:০৮ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আখলুছ মিয়া (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল পুরানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পেশায় বাসচালক আখলুছ ওই গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় আখলুছ নিজের নির্মাণাধীন
ঘরে বৈদ্যুতিক বাল্ব লাগাতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি।
তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত
করেছেন।
