খালের কচুরিপানা অপসারণের দায়িত্ব নিল জামায়াত-শিবির
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৪:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মশার নিরাপদ প্রজননক্ষেত্র আখ্যা পাওয়া ঢাকার দোহার উপজেলার জয়পাড়া খালের কচুরিপানা অপসারণের দায়িত্ব নিয়েছেন জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। সোমবার (২৩ জুন) সকালে কচুরিপানা পরিষ্কারের কার্যক্রম উদ্ধোধন করা হয়।
জামায়াতের ঢাকা-১ আসনের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার মো. নজরুল ইসলামের
নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জামায়াতের ঢাকা জেলার সহকারী সেক্রেটারী এবিএম কামাল হোসাইন বলেন,
‘দীর্ঘদিন যাবৎ জয়পাড়া খালে কুচুরিপানা জমে আটকে আছে। পাশাপাশি বাজারের সকল ময়লা আবর্জনা
ফেলা হয় এ খালে। এ ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি কচুরিপানাও আটকে গেছে।
এতে করে খালের আশেপাশে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ইতোপূর্বে এমন উদ্যোগ কেউ নেয়নি। আমরাই প্রথম এমন উদ্যোগ
নিয়েছি। আমরা জামায়াত-শিবির মানুষের ভোগান্তি লাগবে সব সময় কাজ করে যাব ইনশাআল্লাহ।’
উদ্বোধন অনুষ্ঠানে দোহার জামায়াতের নায়েবে আমীর মাওলানা দলিলুর রহমান,
উপজেলার সেক্রেটারী নুরে আলম ঝিলু, পৌর আমীর এম শাখাওয়াত হোসাইন, সেক্রেটারী আব্দুল
হামিদ, কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা হাফেজ ক্বারী আব্দুল ওয়াহাব
দোহারী, উপজেলা শিবিরের সভাপতি আব্দুল আজিজ, সেক্রেটারি ওমর ফারুকসহ দলটির বিভিন্ন
পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
