চাঁদপুরে ৩ শিক্ষার্থীর স্বপ্ন পূরণে ডিসির সহায়তা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৪:০৫ পিএম
ছবি : যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের তিন শিক্ষার্থীর স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। সোমবার (২৩ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা হিসেবে নগদ টাকা দেন তিনি।
শিক্ষার্থী সুমাইয়া আফরোজ ও সিনহা আক্তারকে ২৫ হাজার টাকা করে এবং রাশেদুল
ইসলামকে ১৫ হাজার টাকা দেওয়া হয়।
শিক্ষার্থী সুমাইয়া আফরোজ বলেন, আমি ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের
ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে মেধা তালিকায় ১১তম স্থান অর্জন করেছি। কিন্তু, পরিবারের
আর্থিক অবস্থা ভালো না থাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিলাম না।
শিক্ষার্থী সিনহা আক্তার বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক
বিজ্ঞান ইউনিটের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে চান্স পেয়েছি। কিন্তু, আমার পরিবারের
অবস্থা তেমন একটা ভালো নয়। বিশেষ করে আমার বাবা না থাকার কারণে আমার পড়াশোনা চালানো
খুবই কষ্টকর হয়ে গেছে। সে জন্যে জেলা প্রশাসকের কাছে ভর্তি হতে অনুদানের আবেদন করি।’
শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটে
চান্স পেয়েছি। অর্থের অভাবে ভর্তি হতে পারছিলাম না। জেলা প্রশাসকের এ সহায়তা আমার অনেক
উপকারে আসবে।
ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমার জেলার মেধাবী শিক্ষার্থীরা টাকার
অভাবে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না, আমি জেনে তা হতে দিতে পারি না।
আমার কাছে তিন শিক্ষার্থী এসে আবেদন করেছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে আমি তাদের ঢাকা
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্যে এ সহায়তা দিয়েছি।
