|
ফলো করুন |
|
|---|---|
বিজিবি পৃথক অভিযান চালিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৫টি আগ্নেয়াস্ত্র, চৌত্রিশ হাজার ইয়াবাসহ ৩ জন রোহিঙ্গাকে আটক করেছে।
আটকরা হলো- মাহমুদুল হাসান, হাকিম এবং শফি আলম। তারা সবাই উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের এফডিএমএন ক্যাম্প-১ এর ব্লক-ডি বাসিন্দা।
সোমবার (২৩ জুন) সকালে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার লেম্বুছড়ি সীমান্তবর্তী লেমুতলী পাহাড়ি জঙ্গলাকীর্ণ চেয়ারম্যান ভাঙ্গা নামক স্থানে শাহীন ডাকাতের আস্তানায় অভিযান চালায় বিজিবি-১১ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় আস্তানা থেকে ২টি দেশীয় একনলা বন্দুক এবং ৩টি শর্টগান অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম কফিল উদ্দিন কায়েস জানান, সীমান্ত সুরক্ষা ও সীমান্তে সন্ত্রাস চোরাচালান বন্ধে বিজিবির অভিযান চলমান রয়েছে। এসব অস্ত্রশস্ত্র নাইক্ষ্যংছড়ি-ঈদগড়ের ত্রাস ডাকাত শাহীন গ্রুপের।
অপরদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া বিওপির একটি বিশেষ দল সীমান্ত সড়কে অবস্থান নেন। এ সময় ব্যাগ কাঁধে নিয়ে আসার পথে ৩ জন রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদের সময় তারা পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। এ সময় এদের ব্যাগ তল্লাশি করে ৩৪ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা এবং দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
বিজিবি-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলম জানান, বিজিবির অভিযানে ইয়াবাসহ ৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বিজিবির নিয়মিত তৎপরতা ও গোয়েন্দা নজরদারির কারণে সীমান্ত পথে ইয়াবা চোরাচালান অনেকটাই কমে এসেছে।
