Logo
Logo
×

সারাদেশ

নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে গেছে: মীর সরফত আলী সপু

Icon

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৭:২৯ পিএম

নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে গেছে: মীর সরফত আলী সপু

নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ও অনিশ্চয়তা ছিল তা এখন কেটে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

সোমবার (২৩ জুন) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মীর সরফত আলী সপু বলেন, তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠকের পর স্পষ্ট হয়েছে- দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে। ফ্যাসিস্টরা চলে গেছে, কিন্তু তাদের দোসররা এখনো সক্রিয়। নির্বাচন ঘিরে এখনই তাদের অস্বস্তি শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে, সেই বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান ডা. মোশারফ হোসেন, জসিম মোল্লা প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম