Logo
Logo
×

সারাদেশ

গোপালগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন শুরু

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৮:১৮ পিএম

গোপালগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন শুরু

গোপালগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। 

জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রফিকুজ্জামানের সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবুল খায়ের, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

 পরে জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রফিকুজ্জামান ফরম সংগ্রহ করে তিনি তার সদস্য পদ নবায়ন করেন। এ সময় বিএনপির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম