বাইক আরোহীকে ধাক্কা দিল পুলিশ, অতঃপর...
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৯:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাইকের গতিরোধ করতে গিয়ে ধাক্কা দেয় দায়িত্বরত এক পুলিশ সদস্য। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা অন্য এক পুলিশ সদস্যকে গিয়ে ধাক্কা দেয়। এতে ধীরগতির একটি ট্রাকের নিচে চাপা পড়ে থেঁতলে যায় ওই পুলিশ সদস্যের ডান পা। পরে হাসপাতালে তার পা কেটে ফেলতে হয়।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নেট দুনিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রোববার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি হাজী রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
থানা পুলিশ জানিয়েছে, চেকপোস্টে দায়িত্ব পালনের সময় বেপরোয়া গতিতে চালানো মোটরসাইকেল আটকাতে গিয়ে আলাউদ্দিন ট্রাকের নিচে পড়েন। তার পা কেটে ফেলতে হয়েছে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এসআই মো. শরিফুল ইসলাম বাদী হয়ে ট্রাকচালক, হেলপার ও দুই বাইক আরোহীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আসামিরা হলেন- মো. শহিদুল ইসলাম (২৬) (ট্রাক ড্রাইভার), আলী হায়দার (২০) (হেলপার) ওমর ফারুক তৌহিদ (২৩) মোটরসাইকেল ড্রাইভার ও মো. হাসান (২৪) (মোটরসাইকেল আরোহী)। তাদের ২৩ জুন সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, গত রোববার রাত ৮টার দিকে কনস্টেবল আলাউদ্দিনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার একটি পা গুরুতর জখম হয়ে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল। রাতে অস্ত্রোপচার করে সেটি গোড়ালি থেকে কেটে ফেলা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. তফিকুল আলম বলেন, মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের তথ্য পেয়ে আটকানোর জন্য লোহাগাড়া থানা পুলিশ মহাসড়কে চেকপোস্টে বসিয়ে তল্লাশি করছিল। সেখানে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়েছিল। কিন্তু সেটি সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে চালিয়ে চলে যায়। একই গতিতে পেছনে আরেকটি মোটরসাইকেল আসছিল। সেটিও সংকেত অমান্য করে চলে যাবার চেষ্টা করলে পুলিশ সদস্যরা আটকানোর চেষ্টা করেন।
তখন মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে যায়। অন্যদিকে একইদিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়েন কনস্টেবল আলাউদ্দিন। ট্রাকটি অবশ্য দ্রুত গতি নিয়ন্ত্রণে নিয়ে থেমে যায়। ট্রাকের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। আরও তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তবে আঘাত তেমন গুরুতর নয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, আজ ভোর ৬টায় ঘটনাটি ঘটে। এ ব্যাপারে চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী এসআই মো. শরিফুল ইসলামকে বারবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেনি।
পুলিশ সদস্য বাইক আরোহীকে ধাক্কা দেওয়ার ঘটনা নেট দুনিয়ায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। দোষী পুলিশ সদস্যের শাস্তিও দাবি করছেন অনেকেই।
