মাটিচাপা দেওয়া যুবককে জীবিত উদ্ধার
মাগুরা ও মহম্মদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১০:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাগুরার মহম্মদপুরে মো. কমিরুল মোল্যা (৩২) নামের এক যুবককে মাটিচাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। এ বিষয়ে কমিরুলের ভাই জমিরুল রোববার মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
কমিরুল ইসলাম উপজেলার বিনোদপুর ইউনিয়ন নারায়ণ গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ জুন দুপুরে কমিরুল বাড়ি থেকে রাড়ীখালি বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারে পৌঁছার আগে রাড়ীখালি গ্রামের আব্দুল্লাহ নামের এক যুবক তার গতিরোধ করে গলায় গামছা পেঁচিয়ে বেঁধে ফেলে। এরপর কী হয়েছে আর বলতে পারে না। তবে কী কারণে ওই ছেলে তাকে মেরে ফেলতে চেয়েছিল সেটা এখনো জানা যায়নি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাড়ীখালি গ্রামের আব্দুল্লাহ নামের এক যুবকের নেতৃত্বে আরও ৫-৬ জন রাড়ীখালী বাজারের উত্তরপাড়া এলাকার থেকে কমিরুলকে গলায় গামছা পেঁচিয়ে মাটিচাপা দেয়। পরে তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যান। বিষয়টি একটি শিশু দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে কমিরুলের পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেন। পরে তাকে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহমান বলেন, এ ঘটনায় কমিরুলের বড় ভাই বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। এখনো কাউকে আটক করা যায়নি। আসামিদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
