Logo
Logo
×

সারাদেশ

কারমাইকেল কলেজ শাটডাউনে ৩৭ দফা দাবি

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১০:২৬ পিএম

কারমাইকেল কলেজ শাটডাউনে ৩৭ দফা দাবি

কারমাইকেল কলেজ কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। ৩৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে কোনো শিক্ষা কার্যক্রম চলবে না। এই দাবিতে গত দুই দিন ধরে চলা আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা সোমবার এ কর্মসূচির ডাক দিয়েছে।  

এসব দাবির মধ্যে উল্লেখযোগ্য নতুন একাডেমিক ভবন, বিভাগীয় ক্লাশ রুম, আবাসিক হল নির্মাণ, চাহিদামতো বাস সার্ভিস চালু, ক্যাম্পাসের যাতায়াত ব্যাবস্থার উন্নয়ন ও  নিরাপত্তা জোরদারসহ ৩৭ দফা।  

আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার বেলা ১১টা থেকে ক্লাশ পরীক্ষা বর্জন করে  দাবি আদায়ে বিক্ষোভ করেন। এ সময় তারা প্রশাসনিক ভবনে তালা লিগিয়ে দিলে প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। ক্যাম্পাসে বিক্ষোভ শেষে তারা প্রশাসনিক ভবনে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে সেনাবাহিনী আসে সেখানে।

সেনাবাহিনীকেও শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ‘শাটডাউন’ না তোলার কথা জানিয়ে দেন। ৫ আগস্টের পর থেকেই দাবি আদায়ে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা; কিন্তু ১০ মাসেও কোনো ধরনের সমাধান মেলেনি শুধু আশ্বাস ছাড়া। শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষা উপদেষ্টাকে সশরীরে এসে দাবির যৌক্তিকতা দেখে তা বাস্তবায়ন শুরুর দাবি জানান।

এ ব্যাপারে কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজার রহমান জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শিক্ষা উপদেষ্টার সাথে সব বিষয় নিয়ে আমরা কথা বলছি। লিখিতভাবে সব সমস্যার কথা জানিয়েছি। আমরা চাই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন শুরু হোক। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম