চট্টগ্রামে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার সময় গ্রেফতার ২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১১:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার সময় চট্টগ্রামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে নগরীর চান্দগাঁও থানাধীন নুরনগর হাউজিং সোসাইটি মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়।
চান্দগাঁও ও কর্ণফুলী থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার দুজন হলেন- মো. হানিফ (৩২) ও সাজ্জাদ হোসেন (৩০)। এর মধ্যে হানিফের বাড়ি লোহাগাড়া উপজেলায়। তিনি নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় থাকেন। এছাড়া সাজ্জাদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ এলাকায়। উভয়ই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তাদের দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, বিকালে থানার নুরনগর হাউজিং সোসাইটি মাঠে একাধিক মামলার আসামি একত্রিত হওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে দুই গ্রেফতার করা সম্ভব হয়েছে। তারা এর আগেও নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।
