Logo
Logo
×

সারাদেশ

সড়কে মিলল তরুণের লাশ

Icon

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০১:২৬ পিএম

সড়কে মিলল তরুণের লাশ

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ইটনায় রাস্তা থেকে রতন মিয়া (১৯) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের দেয়াল ঘেঁষা পশ্চিম দিকের রাস্তায থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রতন সদর উপজেলার পাথার হাটি গ্রামের মোহাম্মদ আলী মিয়ার ছেলে। ওই তরুণ মানসিক রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

নিহতের পরিবারের বরাতে ইটনা থানার ওসি জাফর ইকবাল বলেন, সোমবার রাত থেকে নিখোঁজ ছিল রতন। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার হদিস পায়নি। মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলা পরিষদের দেয়াল ঘেঁষা পশ্চিম দিকের রাস্তায় রতনে লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

ওসি বলেন, লাশের শরীরে অস্বাভাবিক কোন দাগ বা চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম