দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে গোপনাঙ্গ কাটার অভিযোগ, হাসপাতালে নিলেন তৃতীয় স্ত্রী
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৩:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের মতলব উত্তরে এক নারীর বিরুদ্ধে তার স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার রাত ২টার দিকে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত নারী কল্পনা বেগম (২৫) ও তারা বাবা বাবর আলী পলাতক রয়েছেন।
ভুক্তভোগী স্বামী মো. উজ্জ্বল (৩৫) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার
চওড়াপাড়া গ্রামের শামসুজ্জামানের ছেলে। কল্পনা উজ্জ্বলের দ্বিতীয় স্ত্রী।
জানা যায়, এক বছর আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় উজ্জ্বল ও কল্পনা। বিয়ের
পর থেকেই উজ্জ্বল স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চওড়াপাড়া গ্রামের বাড়িতে
বসবাস করতো। কিছুদিন আগে কল্পনা উজ্জ্বলকে
নিয়ে তার বাবার বাড়িতে যায়। এরপর থেকে সেখানে বসবাস করতে থাকে তারা।
সোমবার রাতে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেয় কল্পনা। ওই সময় উজ্জ্বল
চিৎকারে আশেপাশে লোকজন এসে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা উজ্জ্বলের তৃতীয়
স্ত্রী ফারজানাকে ফোন করে বিষয়টি জানায়। ওই রাতেই ফারজানা ঘটনাস্থল এসে উজ্জ্বলকে উদ্ধার
করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে
যান। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢামেকে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল)
রেফার্ড করেন।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ও
স্পর্শকাতর ঘটনা। তদন্ত সাপেক্ষ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
