|
ফলো করুন |
|
|---|---|
সিলেট জেলা ছাত্রদলের অধীনে অনুমোদনবিহীন কলেজ কমিটিগুলোর পদপ্রত্যাশীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে প্রমাণসহ অভিযোগ জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
নির্দেশনায় বলা হয়েছে- যেসব কলেজ কমিটির এখনো অনুমোদন হয়নি, সেসব কমিটিতে পদপ্রত্যাশী কারও বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, তাহলে তা যথাযথ প্রমাণসহ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে সশরীরে হাজির হয়ে জমা দিতে হবে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইব্রাহীম কার্দি, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের কাছে অভিযোগ জমা দেওয়ার কথা বলা হয়েছে।
এ নির্দেশনায় নেতাকর্মীদের সতর্ক করে বলা হয়েছে, কেউ মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
